যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। তাঁর বয়স ৪৭ বছর। শুধু যুক্তরাজ্যেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চল বিশেষ করে ইউরোপে নেতা হিসেবে কম বয়সীদের নির্বাচিত করার প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমানে শুধু ইউরোপেই ৫০ বছরের কম বয়সী সরকারপ্রধান আছেন অন্তত ১৪ জন।
বয়স্ক ব্যক্তিরা কি অপেক্ষাকৃত ভালো নেতা? তরুণ নেতারা কি অনেক বেশি আবেগপ্রবণ বা কম দূরদৃষ্টিসম্পন্ন? নাকি বয়স্কদের চেয়ে তরুণ নেতারা অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন? এসব নিয়ে নানা বিতর্ক আছে। সে আলোচনায় যাওয়ার আগে বিশ্বের বর্তমান রাষ্ট্রপ্রধানদের বয়সের চিত্রটা দেখে নেওয়া যাক।