আ.লীগের সঙ্গে ভবিষ্যতে না-ও থাকতে পারি : জি এম কাদের

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি এখন কোনো জোটে নেই। গত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিল। সে কারণে আওয়ামী লীগের সঙ্গে তাঁদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।


আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে জি এম কাদের এ কথা বলেন।


জি এম কাদের বলেন, ‘ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে না-ও থাকতে পারি।’


ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের তোড়জোড়ের সমালোচনা করেন জাপার চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না। আমরা শুরু থেকেই ইভিএমের বিপক্ষে। কারণ, ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন। ইভিএমে নির্বাচন হলে, যাকে খুশি বিজয়ী করতে পারবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us