বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি আওয়ামী লীগে

সমকাল প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩

জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। ক্ষমতাসীন দল বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও এবারও তা ঠেকাতে পারেনি। দেশের অন্তত ৩২ জেলায় আওয়ামী লীগের এক বা একাধিক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রয়েছেন। কোথাও কোথাও তিন-চারজন বা তারও বেশি বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


তবে এখনও মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকায় শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমে আসতে পারে। নির্বাচনে বিএনপি জোট প্রার্থী দেয়নি। ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোও হাতেগোনা কয়েকটি জেলা ছাড়া অন্যত্র চেয়ারম্যান পদে কাউকে মনোনয়ন দেয়নি। কয়েকটি জেলায় বিদ্রোহী প্রার্থী না থাকলেও স্বতন্ত্র কিংবা অন্য দলের প্রার্থী রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us