পল্টনে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংঘর্ষ, আহত ৬

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২

রাজধানীর পল্টনে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনই তৃতীয় লিঙ্গের।


তারা হলেন- রশিয়া (১৮), কমলা (১৯), লিজা (২০) ও রুমি (২১)। অন্যদিকে হকারদের মধ্যে আহতরা হলেন- আব্দুল আজিজ হাবিব (২৫) ও মো. ফেরদৌস (২১)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তৃতীয় লিঙ্গদের রাইসা জানান, তারা পল্টনের একটি ভাতের হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় হোটেলে থাকা হকাররা তাদের তাড়াতাড়ি খেয়ে হোটেল ছাড়তে বলেন।


এ নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা প্রতিবাদ করলে হকাররা তাদের ওপর হামলা চালান। পরে তৃতীয় লিঙ্গের সবাই একত্রিত হয়ে পাল্টা হামলা চালান। এতে তাদের চারজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্টন থেকে চারজন তৃতীয় লিঙ্গের আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us