টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নির্ধারিতই ছিল। ঝালিয়ে নিতে বাংলাদেশ দল এই মাসে আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে। ম্যাচ দুটি হবে দুবাইয়ে।
এ মাসের শেষ দিকে দুবাইয়ে একটি বিশেষ ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুবাইয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও পাবে বাংলাদেশ। তিনি দুপুরে সাংবাদিকদের বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২২ সেপ্টেম্বর দলের যাওয়ার ব্যাপারে একটা সূচি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর আমরা হয়তো ফিরে আসব। এর মধ্যে কয়েকটা অনুশীলন সেশন এবং দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এটা নিয়ে আমাদের আরব আমিরাত বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমিরাত থেকে দেশে ফিরে তারপর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।’
বিশেষ ক্যাম্পে অনুশীলনের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলাটা ‘বাড়তি পাওয়া’ মনে করছে বিসিবি। দুবাইয়ের ক্যাম্পে অধিনায়ক সাকিব আল হাসানের যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন অধিনায়কের উপস্থিতির বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, ‘সাকিব আল হাসানকে আমরা আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছি। এখনো সেভাবেই আছে। এ (দুবাইতে যোগ দেওয়া) ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেহেতু এটা একটা দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’