এবার কলম নিয়ে বিরক্তি প্রকাশ করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গতকাল মঙ্গলবার নর্দান আয়ারল্যান্ডে একটি পরিদর্শন বইয়ে সই করতে গিয়ে ক্যামেরার সামনেই এই ঘটনা ঘটান তিনি। এর আগে গত শনিবার কাগজপত্রে সই করার সময় টেবিল ছোট হওয়ায় বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। খবর এনডিটিভির।
মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক অনুষ্ঠানের অংশ হিসেবে যুক্তরাজ্য সফর করছেন চার্লস। এরই অংশ হিসেবে তিনি গতকাল নর্দান আয়ারল্যান্ডে ছিলেন। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে বেলফাস্টের কাছে হিলসবরো ক্যাসেলে পরিদর্শন বইয়ে সই করার সময় চার্লস বিরক্তি প্রকাশ করেন। কারণ, তিনি যে কলমটি ব্যবহার করছিলেন, সেটি থেকে কালি বের হয়ে তাঁর হাতে লেগে গিয়েছিল। ‘হে ঈশ্বর আমি এটা (কলম) সহ্য করতে পারছি না।’ এ কথা বলেই চার্লস উঠে দাঁড়িয়ে কলমটি তাঁর পাশে থাকা স্ত্রী ক্যামিলার হাতে তুলে দেন।
এরপর চার্লস আঙুল মুছতে শুরু করেন। এ সময় ক্যামিলা বলেন, ‘ওহ দেখো, এটা (কালি) সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে।’ টেবিলের সামনে থেকে সরে যেতে যেতে চার্লস বলতে থাকেন , ‘আমি এই বাজে ব্যাপারটা নিতে পারি না।’
গতকালের ওই অনুষ্ঠানে চার্লস নথিতে ভুল তারিখও লিখেছিলেন। পরে অবশ্য একজন সহযোগী তাঁকে বিষয়টি ধরিয়ে দেন।