আধুনিক দাসত্বের শৃঙ্খলে বিশ্বের কোটি কোটি মানুষ: জাতিসংঘ

প্রথম আলো প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ২০:১৩

দাসত্বের যুগ শেষ হয়েছে বলা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। ‘আধুনিক দাসত্ব’-এর শৃঙ্খলে আটকা পড়ে আছে বিশ্বের কোটি কোটি মানুষ। এসব মানুষকে দিয়ে হয় জোর করে কাজ করিয়ে নেওয়া হচ্ছে অথবা জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব মানুষের জীবনের মর্যাদাও নাটকীয়ভাবে বদলে গেছে।


আজ সোমবার জাতিসংঘের প্রকাশ করা নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে আধুনিক দাসত্বের শৃঙ্খলে আটকা পড়া মানুষের সংখ্যা এখন পাঁচ কোটি।


আধুনিক যত উপায়ে এখনো দাসত্বের চর্চা চলছে, ২০৩০ সালের মধ্যে তার সব দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতিসংঘ। কিন্তু জাতিসংঘের এ লক্ষ্য তো অর্জিত হয়নি, উল্টো বেড়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ সালে বিশ্বে বাধ্যতামূলক শ্রম ও জোরপূর্বক বিয়ের শিকার মানুষের সংখ্যা বেড়েছে এক কোটি।


জাতিসংঘের শ্রমবিষয়ক সংস্থা আইএলও, অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম ও অস্ট্রেলিয়ার দাতব্য সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন যৌথভাবে এ গবেষণা করেছে। তাতে দেখা গেছে, গত বছরের শেষ দিকে বিশ্বের ২ কোটি ৮০ লাখ লোক বাধ্যতামূলক শ্রম দিচ্ছেন আর জোরপূর্বক বিয়ের পর সংসার করছেন ২ কোটি ২২ লাখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us