একটা সময়ে খেলা ছিল শখের বিষয়। খেলায় ছিল না কোনো উপরি পাওয়ার সিস্টেম। নিখাদ বিনোদনের অন্যতম মাধ্যম ছিল খেলাধুলা। কিন্তু আধুনিকায়নের যুগে খেলাধুলায় এসেছে পেশাদারিত্ব। যে কারণে খেলাধুলায় ক্যারিয়ার গড়াই এখন অনেক তরুণের মূল টার্গেটে পরিণত হয়েছে।
এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে রাত ৮টায় সংযুক্ত আবর আমিরাতের দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা।
মর্যাদার এই লড়াইয়ে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২ লাখ মার্কিন ডলার তথা প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাসও।
সবশেষ ২০১৮ সালের এশিয়া কাপের শিরোপাজয়ী ভারত পেয়েছিল ৬০ হাজার মার্কিন ডলার আর রানার্সআপ বাংলাদেশ পেয়েছিল ৩০ হাজার ডলার।