এশিয়া কাপে ওপেনার সংকটে ভুগেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে বেঞ্চে থাকা সাব্বির রহমান ও মেহেদি মিরাজ ইনিংস ওপেন করেছেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের দলে লিটন দাস ঢুকলে ওপেনিং-এর একটা জায়গা পূরণ হবে। অন্য জায়গায় খেলবেন কে? এই প্রশ্নের উত্তর পেতেই গলদঘর্ম অবস্থা। ওদিকে টিম ম্যানেজমেন্ট লিটন দাসকে চারে খেলানোর কথা ভাবছে।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘আমরা লিটন দাসকে টি-২০ ফরম্যাটে চারে খেলানোর কথা ভাবছি। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
বিসিবি নির্বাচকদের এই ভাবনার কারণ হলো, টি-২০ ফরম্যাট থেকে মুশফিকুর রহিম অবসর নিয়েছেন। তার জায়গা ফাঁকা। আফিফ খেলছেন পাঁচে। তাকে ওই জায়গাতেই বিবেচনা করা হচ্ছে। যদিও এশিয়া কাপে তাকে চারে খেলানোর পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। মিডল অর্ডারে রান বের করতে পারেন এমন একটা জুটির কথা ভাবছেন নির্বাচক প্যানেল ও টি-২০ দলের টেকটিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।