স্ট্রোক ও হার্ট অ্যাটাক রোধ এবং ফিজিওথেরাপি

দেশ রূপান্তর প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৪

স্ট্রোক ও হার্ট অ্যাটাক এখন আর বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নেই, কম বয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। বিশ্বে এই দুটিই মৃত্যুর প্রধান কারণ। স্ট্রোকের আগে বাহু দুর্বলতা, মুখ ঝুলে যাওয়া ও কথা বলার অসুবিধা দেখা দেয় আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকে অস্বস্তি ও ব্যথা, শরীরের ওপরের অংশে ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডাতেও ঘাম, বমি বমি ভাব ও মাথা ঘোরাসহ বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। হৃদরোগ ও স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণগুলো হলো উচ্চ রক্তচাপ, উচ্চ নিম্ন-ঘনত্বের লাইপোপ্রোটিন (এলডিএল) কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান ও পরোক্ষ ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক নিষ্ক্রিয়তা।


কেন হয়?


স্ট্রোক ও হার্ট অ্যাটাক এর লক্ষণ বা প্রাথমিক উপসর্গ দেখা যায় না। ফলে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়া হলে মৃত্যু ঘটতে পারে। অনেক ক্ষেত্রে সুস্থ মানুষরা এ দুটি রোগের লক্ষণ অবহেলা করেন কিংবা সাধারণ ভেবে এড়িয়ে যান। রোগীকে আর পরবর্তী সময়ে বাঁচানো যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us