আমাদের দেশে সাধারণত চোখের গ্লুকোমা, ছানি ও চোখ ওঠা রোগের লক্ষণ বেশি। নিয়মিত চোখের পরিচর্চা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে চোখের রোগ থেকে মুক্ত থাকা যায়।
চোখের গ্লুকোমা এমন এক রোগ, যাতে চোখের প্রেসার বেড়ে গিয়ে পেছনের স্নায়ু অকার্যকর করে। ফলে চোখের দৃষ্টি কমে যায়। গ্লুকোমা হলো অনিবারণযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। রোগটি যে কোনো বয়সে হতে পারে। জন্মের সময় বড় চোখ ও উচ্চ চোখের চাপ নিয়ে জন্মালে এটিকে বলে কনজেনিটাল গ্লুকোমা বা জন্মাগত উচ্চ রক্তচাপ। তরুণ বয়সেও হতে পারে, যাকে বলে জুভেনাইল গ্লুকোমা। বেশির ভাগ গ্লুকোমা রোগ চল্লিশ বছরের পর হয়। নাম প্রাথমিক গ্লুকোমা। তবে অস্বাভাবিক চোখের চাপ থাকলে পরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করে দ্রুত চিকিৎসা করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়।