অনেক আলোচনার জন্ম দিয়ে গত মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। এই প্যান ইন্ডিয়া ছবি ঘিরে অনেকেরই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কারণ, এই ছবিতে আছেন বিজয় দেবরাকোন্ডার মতো বড় তারকা। বিজয়ের অনুরাগী দক্ষিণ ভারত তো বটেই, সারা ভারতে ছড়িয়ে আছে। তার ওপর ‘লাইগার’ হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষতেও মুক্তি পেয়েছিল। ‘লাইগার’-এর বাড়তি আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন। কিন্তু কোনো কিছুই ‘লাইগার’-কে ভরাডুবি থেকে রক্ষা করতে পারেনি। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ বিজয়ের ছবিটি। তাই শোনা যাচ্ছে, নিজের পারিশ্রমিকের কিছু অংশ বিজয় প্রযোজকদের ফিরিয়ে দেবেন।
২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। কিন্তু মাত্র কয়েক সপ্তাহ যেতে না যেতেই ছবিটি হল থেকে পাততাড়ি প্রায় গুটিয়ে ফেলেছে। নির্মাতারা ধরেই নিয়েছিলেন ছবিটি বক্স অফিস মাত করবে। কিন্তু ক্রমাগত ছবিটির আয় পড়তে থাকে। তাই বক্স অফিস বাণিজ্য বিশেষজ্ঞরা ‘লাইগার’কে ফ্লপ ঘোষণা করেছেন।