ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে নৌকাডুবে নিখোঁজ হয়েছেন ১০ জন যাত্রী। রোববার সন্ধ্যায় রাজ্যের গঙ্গা নদীর তীরবর্তী শহর শাহপুরে ঘটে এ ঘটনা।
শাহপুর শহরের পুলিশ কর্মকর্তা শাফির আলম বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ধারণক্ষমতা অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই ডুবে গেছে নৌকাটি।
তিনি বলেন, ‘ছিল ইঞ্জিনচালিত মাঝারি আকারের ওই কাঠের নৌকাটি ৫৪ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। যাত্রীদের সবাই গবাদি পশুর খাদ্য কেনার উদ্দেশে নদীর অপর তীরের গ্রামের দিকে যাচ্ছিলেন।’
‘কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নদীর মাঝামাঝি এসে ডুবে যায় নৌকাটি। এতে ১০ জন নিখোঁজ হয়েছেন। বাকি ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
নিখোঁজ ১০ জনের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন শাফির আলম।