উড়ন্ত সূচনার পর জোড়া উইকেট হারালো ভারত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৮

সাত দিনের ব্যবধানে আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান। আগেরবার ছিল গ্রুপপর্বে, এবার সুপার ফোরে। মর্যাদার এই লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।


তবে টস হারলেও সেটা নিয়ে যেন মাথাব্যথা নেই ভারতের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উড়ন্ত সূচনা করেছে রোহিত শর্মার দল। রোহিত আর লোকেশ রাহুল ওপেনিং জুটিতেই ৩১ বলে তুলে দিয়েছেন ৫১ রান। ষষ্ঠ ওভারে এসে আউট হয়েছেন রোহিত। হারিস রউফের বলে টপএজ হয়ে খুশদিল শাহর ক্যাচ হয়েছেন তিনি। ভারতীয় অধিনায়ক ১৬ বলে ৩ চার আর ২ ছক্কায় করেন ২৮ রান। পরের ওভারে আরও এক উইকেট হারিয়েছে ভারত। এবার শাদাব খানের শিকার আরেক বিধ্বংসী ব্যাটার লোকেশ রাহুল (২০ বলে ২৮)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। বিরাট কোহলি ১ আর সূর্যকুমার ৪ রানে অপরাজিত আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us