সাফল্যে রাঙা রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ খুঁজছিলেন মার্সেলো। পেয়েও গেলেন। গ্রিক ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্সেলো।
৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাককে দলে টানার কথা শনিবার নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে অলিম্পিয়াকোস।
রিয়ালের ইতিহাসের গ্রেট খেলোয়াড়দের একজন মার্সেলো, সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়। ২০০৭ সালে ১৯ বছর বয়সে সেখানে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতেন তিনি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মৌসুমে নিজের ষষ্ঠ লা লিগা ও পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান মার্সেলো। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরই তিনি বলে দেন, তার রিয়াল অধ্যায় শেষ। এরপর গত ১৩ জুন অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ক্লাবটিকে।
অলিম্পিয়াকোসের বিবৃতিতে চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংমাধ্যমের খবর, এক বছরের চুক্তি করেছেন মার্সেলো। পরে আরেক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে।