প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদি কয়েকটি বিষয়ে সমাধান হওয়ার সম্ভাবনা আছে। জ্বালানি, খাদ্য ও বাণিজ্য বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে ঢাকা-দিল্লি। সমঝোতা হলে এবারের সফরে এর প্রতিফলন দেখা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গম, পেঁয়াজসহ ভারত থেকে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য আমদানি করে বাংলাদেশ। এসব পণ্য সরবরাহের বিষয়েও উভয় দেশের মধ্যে অঙ্গীকার হতে পারে। এসব পণ্য সরবরাহের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে নিশ্চয়তা থাকলে সেটি বাজারের ওপর ইতিবাচক প্রভাব রাখবে।
এ ছাড়া দুই দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) করার জন্য আলোচনা শুরুর বিষয়ে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে। এই চুক্তি হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে একটি শক্ত কাঠামো দাঁড়াবে, যার অধীনে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন।