ভারতীয় ঋণ: যুগ পার আশ্বাস আর আশায়

সমকাল প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২

কঠিন শর্ত ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতায় ভারতীয় ঋণ সহায়তার প্রকল্পগুলো বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ৪৬ প্রকল্পের মধ্যে মাত্র ১২ প্রকল্পের কাজ শেষ হয়েছে। কোনোটির বাস্তবায়ন কাজ রয়েছে মাঝপথে; আবার কোনো কোনোটির কাজ শুরু করা যায়নি এখনও। সময়মতো ঋণ না পাওয়ায় কোনো কোনো প্রকল্পে ভারতীয় ঋণের আশা বাদ দেওয়া হয়েছে। বিকল্প অর্থায়নের মাধ্যমে এসব প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।


প্রতিশ্রুত ৭ দশমিক ৮৬২ বিলিয়ন ডলারের মধ্যে এখন পর্যন্ত ১ বিলিয়ন ডলারের মতো ছাড় করেছে ভারত। বাংলাদেশ-ভারত সরকারে মধ্যে এলওসির আওতায় প্রকল্পগুলো পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের একটি তদারক কমিটি কাজ করছে। এ কমিটিতে বাংলাদেশের পক্ষ থেকে শর্ত শিথিল এবং অর্থ ছাড় দ্রুত করার অনুরোধ করা হয়েছে। কমিটির ভারতীয় প্রতিনিধিরাও এ দুই বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন। তবে দৃশ্যমান কোনো ফল চোখে পড়ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us