প্রশ্ন: রোদে গেলে আমার চোখ জ্বালা করে। লাইটের আলো সরাসরি চোখে লাগলে মাথাব্যথা করে। এটা কেন হচ্ছে? একজন বলেছে, আমার চোখের পাওয়ারে সমস্যা, ছানি পড়তে পারে। পরামর্শ চাচ্ছি।
তুলি, নওগাঁ
উত্তর: রোদের প্রতি সংবেদনশীলতা বিভিন্ন কারণে হতে পারে। চোখের পাওয়ারের সমস্যা, মাইগ্রেন থাকলে রোদ অস্বস্তিকর লাগতে পারে। আবার চোখে কোনো ধরনের প্রদাহ বা ইউভিয়াইটিস হলে, চোখের শুষ্কতায় বা গ্লুকোমার সমস্যায় এমনটি হতে পারে। একজন চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। আপাতত রোদে সানগ্লাস ব্যবহার করতে হবে। ডিজিটাল স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না। রাতে আগে আগে ঘুমিয়ে যেতে হবে। ঘন ঘন পানি খেতে হবে।