খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ফখরুল

যুগান্তর প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১৮:৫২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ‘রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে যুবদলের উদ্যোগে এক কোরআন খতম এবং দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।


'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার রোগ মুক্তি কামনায়' এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রসঙ্গে গতকাল এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে (খালেদা জিয়া) আমাকে খুন করতে চেয়েছে। আমার বাবা-মা-ভাইদের হত্যার সঙ্গে জড়িত। তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে, তার জন্য এর বেশি দয়া দেখানো আমাদের পক্ষে সম্ভব না।’


এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি (প্রধানমন্ত্রী) গতকাল খালেদা জিয়ার সম্পর্কে যে সব উক্তি করেছেন, আমরা ভাবতেও পারি না এবং কল্পনাও করতে পারি না যে, প্রধানমন্ত্রীর চেয়ারে অবৈধভাবে বসে থাকলেও এ ধরণের কেউ উক্তি করতে পারেন। এটা সব রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত। এটার একটাই কারণ, সেটা হচ্ছে- রাজনৈতিক প্রতিহিংসা। প্রতি মুহুর্তেই তিনি খালেদা জিয়াকে হিংসা করেন এবং তাকে সহ্য করতে পারেন না। 


'যে কারণে বেগম জিয়াকে সম্পর্কে আজকে এই সব অনৈতিক, অবৈধ ও শিষ্টাচার বিবর্জিত সব কথা বলেন, যা এদেশের মানুষ কখনই ভালো চোখে দেখে না।'


খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসকরা আছেন, তারা খুব পরিস্কার করে বলেছেন যে, তার বিদেশে একটা বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রে চিকিৎসা হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য এদেশ ও জাতির, এমন একজন ‘অবৈধ এবং অনির্বাচিত’ প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us