দাম্পত্য জীবনে সবারই কমবেশি ঝগড়া কিংবা মনোমালিন্য হয়, এতে নাকি সম্পর্ক আরও গাঢ় হয়। তবে অতিরিক্ত ঝগড়া কিংবা অশান্তি আবার সম্পর্কে বিচ্ছেদও ডেকে আনতে পারে। তাই ঝগড়া হলেও পরবর্তী সময়ে রাগ সঙ্গীর রাগ ভাঙানোর দায়িত্ব দুজনের উপরই বর্তায়।
তবে আপনার স্ত্রী যদি একটু বেশিই রাগী হন, তাহলে তাহলে ঝগড়া কিংবা মনোমালিন্যের পর রাগ ভাঙানোর ক্ষেত্রে আপনাকে বিশেষ কৌশল অনুসরণ করুন। না হলে অশান্তি আরও বাড়তে পারে।
জেনে নিন কীভাবে স্ত্রীর রাগ ভাঙাবেন- >> তবে সবার আগে স্ত্রী আপনার উপর কী কারণে রাগ করেছেন তা উপলব্ধি করুন। নিজের ভুল আগে ধরুন। আপনার যদি সত্যিই দোষ থাকে তাহলে বাকবিতণ্ডা না করে নিজের ভুল মেনে নিন।