আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। উড়ন্ত আফগানদের বিপক্ষে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গী হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম।
ম্যাচের আগে ৩ বছর পর সাব্বির রহমানের একাদশে ফেরার জোর গুঞ্জন শোনা গেলেও টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেকেই আস্থা রেখেছেন। এশিয়া কাপের আগে ওপেনিং পজিশন নিয়ে ছিল রাজ্যের অনিশ্চয়তা। মুশফিক-সাকিবদেরও ওপেনিংয়ের জন্য ভাবনায় রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন দল সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তে 'এ' দলের সঙ্গে উইন্ডিজ সফরে থাকা মোহাম্মদ নাঈমকে সংযুক্ত আরব আমিরাতে উড়িয়ে নেওয়া হয়। প্রথম ম্যাচে ইনিংস উদ্বোধনের জন্য অবশেষে বিজয়ের সঙ্গে নাঈমকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম প্রশংসায় ভাসিয়েছিলেন নাঈমকে। তাকে সহজাত আগ্রাসী ব্যাটিং বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে চোট সমস্যায় দীর্ঘ সময় দলের বাইরে থাকার পর অবশেষে এশিয়া কাপ দিয়ে আবারও একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে অনুপস্থিতির পর একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিমও।