'নগদ' এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী

সমকাল প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১৬:৪৫

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা 'নগদ' এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, নগদ এর জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না।


ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা 'নগদ' এর কার্যক্রম নিয়ে মহল বিশেষের অপতৎপরতা নিয়ে রোববার তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, যেখানে নগদ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে সেখানে কার স্বার্থে আঘাত লাগছে, এটা অনুমেয়।


তিনি বলেন, যেখানে নগদ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-নারী-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে ডিজিটালি সমস্ত সরকারি ভাতা পাচ্ছে ১০০ ভাগ স্বচ্ছতার সাথে। তাহলে এতে কার ক্ষতি হলো?


টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, নগদ এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোন অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না।


নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা উল্লেখ করে দেশের মানুষের জন্য, নগদ এর সাথেই সবাইকে থাকার আহ্বান জানান মন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us