আজকের নিবন্ধটি মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে দিয়ে শুরু করতে চাই। কারণ তিনি অর্থনীতিবিদদের সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যার ওপর আলোচনা হতে পারে।
সম্প্রতি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করে। বিষয় ‘বাংলাদেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ’। এতে বিভিন্ন পেশার মানুষ ও ব্যবসায়ীসহ পরিকল্পনা প্রতিমন্ত্রী আলোচনায় অংশ নেন। একটি খবরের কাগজ এর শিরোনাম করেছে : ‘জ্বালানি-সংকট নিয়ে ভয়, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা’।
খবরটির ভেতরে পরিকল্পনা প্রতিমন্ত্রী কী বলেছেন তার বিস্তারিত আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে : ‘অর্থনীতিবিদদের আশঙ্কা আমরা খুব একটা গুরুত্বসহকারে নিই না। প্রথাগত রাজনৈতিক ব্যবস্থায় অর্থনীতিবিদেরা আশঙ্কা প্রকাশে দক্ষ।’ তিনি আরও বলেছেন, ‘তারা দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ নিয়ে বিরুদ্ধ মন্তব্য করেছিলেন।