এখন থেকে নিজের প্ল্যাটফর্মের ‘শর্টস’ ভিডিওতে জলছাপ যোগ করবে কোম্পানিটি। সম্প্রতি একটি পোস্টে ইউটিউবের এক মুখপাত্র নতুন ফিচার নিয়ে বলেছেন, নির্মাতা যখন ‘শর্টস’-এর কোনো ভিডিও ডাউনলোড করবেন, তখন ওই ভিডিওতে জলছাপ যোগ করে দেবে কোম্পানিটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, একটি অ্যাপে স্বল্পদৈর্ঘ্যরে ভিডিও ক্লিপ তৈরি করে পরে তা ডাউনলোড করে অন্যান্য প্ল্যাটফর্মে পুনরায় পোস্ট করেন অনেক নির্মাতা। ‘শর্টস’-এ কেন জলছাপ যোগ হচ্ছে, সেই বিষয়টি নিজস্ব পোস্টে পরিষ্কার করেছে ইউটিউব।
“আপনার ডাউনলোড করা ‘শর্টস’-এ জলছাপ যোগ করেছি, কারণ, আপনার দর্শকরা যেন দেখতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যে কনটেন্ট শেয়ার করছেন, তা ‘ইউটিউব শর্টস’-এও পাওয়া যাবে।” পোস্টে এভাবেই ব্যাখ্যা করেছে ইউটিউব। সব শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্যরে ভিডিও প্ল্যাটফর্মই নির্মাতা ও দর্শক আকর্ষণ করার প্রতিযোগিতায় নেমেছে। আর অন্যান্য কোম্পানি বিভিন্ন উপায়ে ক্রস-প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের বিষয়ে কথা বলছে।