চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপির মিছিলের সময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পক্ষের ৪০ জন আহত হয়েছেন। উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগুরি এলাকায় আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় দুই নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ একটি সমাবেশ আয়োজনের কথা ছিল বাঁশখালী বিএনপির। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশটি ডাকা হয়। পরে সমাবেশ না করে একটি মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।
মিছিলে অংশ নেওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, বাঁশখালীর পুকুরিয়াসহ কয়েকটি স্থানে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। তবে সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করায় কালিপুর ইউনিয়নের গুনাগুরি এলাকায় সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাঁশখালী সড়কে ওঠার সময় পুলিশ বাধা দেয়। তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপির প্রায় ৩৫ কর্মী আহত হন। অপর দিকে ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।