You have reached your daily news limit

Please log in to continue


কনুইয়ের কালো দাগ নিয়ে বারবার অস্বস্তিতে পড়ছেন? এই ঘরোয়া টোটকা কাজে লাগান আর ম্যাজিক দেখুন

কনুইয়ে কালো দাগ পড়ে যাচ্ছে? এই নিয়ে আপনি প্রায়ই খুবই অস্বস্তিতে পড়েন? কিন্তু কেন এরকম হয় তা কি ভেবে দেখেছেন? আমাদের মধ্যে অনেকেরই কনুইয়ে কালো দাগছোপ পড়ে গিয়েছে। যা দেখতেও খুবই খারাপ লাগে। দিনের পর দিন একই জায়গায় ঘষা খেতে খেতে কনুইয়ে কালো ছোপ পড়ে যায়।

কিন্তু সহজেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। অর্থাৎ, আপনি এমন কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন, যার সাহায্যে আপনি এই কনুইয়ের কালো ছোপ থেকে মুক্তি পেতে পারেন। সেই বিষয়ে আজ আলোচনা করব। কিন্তু তারও আগে জেন নিন, কেন কনুইয়ে কালো ছোপ পড়ে যায়? 
কনুইয়ে কালো ছোপ পড়ার কারণ?

অনেক কারণেই কনুইয়ে বা হাঁটুতে কালো ছোপ পড়ে যায়। তার মধ্যে প্রধান তিনটি কারণে বেশি গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। একাধিক চিকিৎসক সেগুলিকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন…

কনুুইয়ে বারবার ঘষা লাগে। এবং ঘষা লাগার জন্য সেখানে চামড়া ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে সেই জায়গাটা কালো হয়ে যায়।
মৃত কোষের স্তর জমতে জমতে সেই কনুইয়ের জায়গাটা কালো হয়ে যায়।
এছাড়া রোদ লেগে লেগে কনুইয়ের ওই স্থান ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে হাইপার পিগমেন্টেশনের কারণে কনুইয়ে কালো ছোপ পড়ে যায়।
কোন কোন উপায়ে কনুইয়ের কালো ছোপ দূর করা যায়?
নারকেল তেল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন