তাকে নিয়ে যত রকম প্রশ্ন ছিল, তার প্রায় সব কিছুর উত্তরই আজ জানা হয়ে গেছে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সোমবার দুপুর গড়াতেই জানিয়ে দিয়েছেন, হেড কোচ রাসেল ডোমিঙ্গো এশিয়া কাপে আরব আমিাতে যাবেন না এবং শুধু তাই নয়, এশিয়া কাপে বাংলাদেশ দলে কোন হেড কোচই থাকবেন না। তাহলে কে হেড কোচের দায়িত্বে থাকবেন?
সে প্রশ্নের জবাবে বিসিবি প্রধানের ব্যাখ্যা, ‘টিম ডিরক্টের খালেদ মাহমুদ সুজন থাকে। ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ভাই (জালাল ইউনুস) থাকবেন। আমিও যাব। আমিও থাকবো। তবে ডোমিঙ্গো যাবে না।’ কেন তাকে পাঠানো হবে না? তার ব্যাখ্যায় নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা চাই নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার স্বাধীনভাবে কাজ করুক। হেড কোচ থাকলে তার পক্ষে ইচ্ছেমত কাজ করা কঠিন হতে পারে।’
পাপন বুঝিয়ে দিলেন, ‘শ্রীধরন শ্রীরামকে স্বাধীনভাবে কাজ করার জন্যই ডোমিঙ্গোকে এশিয়া কাপ থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিন মাসের বিশ্রাম বা বিরতি দেয়া হচ্ছে।’ ডোমিঙ্গো কি এমন বিরতি চেয়েছিলেন? তাকে যে ব্রেক দেয়া হচ্ছে, তা তিনি কিভাবে নিচ্ছেন? ডোমিঙ্গো মনে করেন, তার অবশ্যই একটা ব্রেক দরকার ছিল।