স্বাধীনতা দিবসের আগে দেশের মানুষকে সতর্ক করলেন জেলেনস্কি

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৫:৫৫

সামনের দিনগুলোতে নিজের দেশের নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্বাধীনতা দিবস উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে শনিবার তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় রাশিয়া আরও হামলা চালাতে পারে। সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন বেসামরিক ব্যক্তি আহত হন। খবর রয়টার্সের।


শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে তাদের মধ্যে ‘হতাশা ও ভয় ছড়ানোর’ সুযোগ দেবে না। তিনি বলেন, ‘আমাদের সবাইকে অবশ্যই সতর্ক হতে হবে। এ সপ্তাহে রাশিয়া বিশেষভাবে কুৎসিত কিছু করার চেষ্টা করতে পারে।’


২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদ্‌যাপন করবে ইউক্রেন। একই সময়ে দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হবে।


এদিকে ইউক্রেনে এখনো রুশ হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবারও রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনীয় শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এর আগে হামলার শিকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলাকাটি খুব বেশি দূরে নয়। রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেন পুতিন। এ যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ। চলমান যুদ্ধে রুশ বাহিনী ৩ হাজার ৬৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us