'নেইমার-এমবাপ্পের ঝামেলা মিটে গেছে'

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১৫:২২

দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোনো বিরোধ বা খারাপ সম্পর্ক আর নেই বলে- স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালতিয়ের। শনিবার মন্টিপিলিয়ারের বিপক্ষে এমবাপ্পে প্রথম পেনাল্টি শটটি মিস করার পর নেইমার দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে গোল করেছিলেন। নেইমারের স্পট কিকের গোলের পর এমবাপ্পে কোন ধরনের উদযাপন করেননি।


পেনাল্টি কেলেঙ্কারির বিষয়টি অবশ্য সবার চোখেই পড়েছে। যদিও গালতিয়ের বিষয়টিতে তেমন একটা সমস্যা দেখছেন না। এ সম্পর্কে রবিবার লিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে পিএসজি বস বলেছেন, 'পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোনো সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারত। পুরো সপ্তাহ জুড়েই আমরা বেশ ভালো কাজ করেছি। দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। '


গালতিয়ের জানিয়েছেন, পেনাল্টি শট নেবার ক্ষেত্রে দলের সুষ্পষ্ট নির্দেশনা ছিল। এমবাপ্পে প্রথমটি নিবেন, তারপরেরটি নিবেন নেইমার। ম্যাচে সম্ভাব্য পেনাল্টি শট নেবার তালিকায় আরো আছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এ ব্যপাওে গালতিয়ের বলেছেন আমাদের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য স্কোর করাটা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us