সপ্তাহে দুদিন ছুটির রেওয়াজ থাকলেও এখন থেকে শনিবারও ক্লাসে ফিরছে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো।তীব্র তাপপ্রবাহের মধ্যে উচ্চ আদালতের আদেশে ছুটি শেষে আগামী শনিবার থেকেই মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। সেইসঙ্গে রোববার থেকে যথারীতি খুলছে প্রাথমিক বিদ্যালয়।
তবে চলমান তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে কিছু জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধও থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।