আমার সাথে অনেক তরুণ তরুণীর কথা হয়। পড়াতে গেলে ক্যাম্পাসে বা নানা ইভেন্ট ও আড্ডায়। বড় অংশটিই চায় একটি সরকারি পাকা চাকরি। এটাই এখন জীবনের মূল্য লক্ষ্য। একটা যে কোন মানের সরকারি চাকরি জুটলেই যেন নিশ্চিত জীবন, অর্থ, বিত্ত, সুযোগ সুবিধার কোনো অভাব থাকবে না। তবে মেধাবীদের বড় চাওয়া ভালো কাজের পরিবেশ। বাকিদের জন্য কেবল জীবন চালিয়ে নেওয়া। এই কিছুদিন আগেও যেটা দেখিনি সেটা ইদানীং দেখছি। বেশিরভাগ চায় দেশ ত্যাগ করতে। এমন নয় যে, তাদের সবাই এদেশে আর্থিক ও সামাজিকভাবে খারাপ আছে। ভালো চাকরি বা ব্যবসা, সচ্ছল জীবন কিন্তু তবু চলে যাওয়ার তাড়া।
লোভনীয় বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ছাত্রাবস্থায় অনেকেই যাচ্ছে উন্নত দেশে। শিক্ষাজীবন শেষে তাদের লোভনীয় চাকরির ব্যবস্থাও আছে সেসব দেশে। মেধাবী শিক্ষার্থীদের যাওয়াটা অনেকদিন ধরেই দেখছি। এখন দেখছি মেধাবী কর্মীরা চলে যাচ্ছে। বড় কারণ অর্থনীতি। বাংলাদেশ গত দুই যুগেরও বেশি সময়ে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধিতে বড় সাফল্য দেখিয়েছে।