পার্কিনসন্স রোগ থেকে নিরাপদে থাকুন

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৯:৪৩

পারকিনসন্স এমন রোগ, যার কারণে ব্যক্তি চলাফেরা শক্তি হারিয়ে ফেলে, মাংসপেশি শক্ত হতে শুরু করে, হাতে-পায়ে এবং শরীরে কম্পন দেখা দেয়। ষাটোর্ধ্বদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। নারীদের তুলনায় ৫০ শতাংশ পুরুষরা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এই রোগের লক্ষণ এতটাই সূক্ষ্ম যে প্রাথমিক পর্যায় ধরা পড়ে না। কয়েক সপ্তাহ বা মাস কেটে যাওয়ার পর রোগটি ধরা পড়ে। তত দিনে লক্ষণের তীব্রতাও বৃদ্ধি পায়।


কারণ


মস্তিষ্কের একাংশের তন্ত্রিকা কোষ বা নিউরন্স নষ্ট হতে শুরু করলে এই রোগ দেখা দেয়। ডোপামাইন নামক এক উপাদান উৎপাদন করে নিউরন্স। কিন্তু নিউরন্সগুলো নিষ্ক্রয় হতে শুরু করলে ডোপামাইনের উৎপাদন কমে যায় এবং ব্যক্তি পারকিনসন্স রোগে আক্রান্ত হয়ে পড়ে। ডোপামাইনের অভাবে নিউরনের মধ্যকার যোগাযোগও হ্রাস পেতে থাকে। উল্লেখ্য, এই নিউরনই ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গগুলো চলাফেরা বা কাজ করার ইঙ্গিত সরবরাহ করে। এই রোগের লক্ষণ অত্যন্ত সূক্ষ্ম। তিনটি লক্ষণ সাধারণত এই রোগের দেখা যায়, হাত কাঁপা থেকে শুরু হয় এই রোগ, তার পর ক্রমশ ধীরগতির হাঁটাচলা এবং মাংসপেশিতে শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। প্রাথমিক পর্যায় সতর্ক হলে এবং চিকিৎসা শুরু করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us