কাল থেকে শুরু হচ্ছে তিন দিনের ছুটি। ভ্রমণের পরিকল্পনা এর মধ্যেই হয়তো হয়ে গেছে। শেষ মুহূর্তের গোছগাছে ব্যস্ত যাঁরা, তাঁদের জন্যই এই প্রতিবেদন। কোন স্যুটকেস নেব, এটা দিয়েই শুরু হয় ভ্রমণের জিনিস গোছানোর কাজ।
সঠিক ব্যাগ
দূরের ভ্রমণ হলে বাইরে থেকে শক্ত আর আকারে বড়, এমন ব্যাগ বেছে নিন। কাছের জায়গায় ভ্রমণ হলে ছোট ব্যাগই যথেষ্ট। তবে যে ধরনের ব্যাগই নেন না কেন, কেনার আগে পরীক্ষা করে দেখুন যে এর চাকা মসৃণভাবে ঘুরছে কি না, আর হ্যান্ডেলের দৈর্ঘ্য আপনার উচ্চতার সঙ্গে মানানসই কি না।
তালিকা করুন
ভ্রমণে যে জিনিসগুলো না নিলেই নয়, তেমন একটি তালিকা তৈরি করে রাখুন। মূল তালিকার সঙ্গে পরে যোগ-বিয়োগ করা যাবে। ব্যাগ গোছানোর আগে সব জিনিস আগে এক জায়গায় বিছিয়ে নিন। ভারী জিনিসগুলো আগে ঢোকান। স্যুটকেসটা যখন দাঁড়িয়ে থাকবে, সেটা যেন থাকে নিচের দিকে। ওপরের অংশেও যেন কিছু থাকে। তাহলে ভারসাম্য থাকবে ভালো।
গোছানো