শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এখনই দুই দিন করা কতটা যৌক্তিক

প্রথম আলো প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১৪:০২

বিশ্বব্যাপী সংকটের কারণে দেশে জ্বালানি সাশ্রয়ে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। সময়সূচি দিয়ে এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া এবং সরকারি-বেসরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার চেষ্টা চলছে। বিদ্যুৎ সাশ্রয়ে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা ভাবছে সরকার; যদিও তা এখনো চূড়ান্ত হয়নি।


করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধের কারণে যে শিখনঘাটতি হয়েছে, সেটি পূরণের বিষয়ের ওপর যখন বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, তখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তাভাবনা নিয়ে শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোনো কোনো শিক্ষাবিদ বলেছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা যৌক্তিক হবে না। বরং এখন শিখনঘাটতি পূরণে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়ন জরুরি। তবে পূর্বঘোষণা অনুযায়ী, নতুন শিক্ষাক্রমের আলোকে শিখনঘণ্টা ঠিক করে আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন করা ঠিক আছে বলে তাঁরা মনে করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us