মাত্র ১৫ দিনে চিত্রনাট্য লিখেছিলেন অতুল কুলকার্নি

বণিক বার্তা প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৯:১২

টম হ্যাংকস অভিনীত ফরেস্ট গাম্পকে অনেক সময়ই ট্রু ব্লু আমেরিকান স্টোরি বলে উল্লেখ করা হয়। একদিকে এটি যেমন এক ব্যক্তির যাত্রা, অন্যদিকে এটি জাতিরও যাত্রা। ফলে সে গল্পটিকে অন্য একটি দেশের প্রেক্ষাপটে উপস্থাপন করা কঠিন। কিন্তু অভিনেতা অতুল কুলকার্নি সে কাজটিই করেছেন। লাল সিং চাড্ডার জন্য তিনি অভিনেতা থেকে হয়ে গেলেন চিত্রনাট্যকার। কিন্তু দুঃখের বিষয়, প্রথমে আমির খান চিত্রনাট্যটি প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি দীর্ঘ সময় তিনি চিত্রনাট্যটি পড়েননি।


লাল সিং চাড্ডার নেপথ্য গল্পটাও দীর্ঘ। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাত্কারে সে স্মৃতিচারণ করেছেন অতুল। ২০০৮ সালে আমির খান প্রযোজিত ‘জানে তু... ইয়া জানে না’ থেকে এর সূচনা। অতুল বলেন, ‘একটা প্রিমিয়ারে আমরা আমির খানের বাড়িতে গিয়েছিলাম। ডিনারের সময় প্রিয় সিনেমার প্রসঙ্গ উঠলে আমরা দুজনেই ফরেস্ট গাম্পের নাম বলি। পরের দিন ১০-১৫ দিনের জন্য আমার একটা আউটডোর শুটিংয়ে রওনা হওয়ার কথা, কিন্তু সেটা বাতিল হয়। আমি সে সুযোগে ডিভিডিতে সিনেমাটা দেখি এবং আমার মনে হয় সিনেমার গল্পটা ভারতের প্রেক্ষাপটে লেখা যেতে পারে। তখনই মনে হয় আমি এর চিত্রনাট্য লিখব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us