You have reached your daily news limit

Please log in to continue


ছোটপর্দায় প্রথম বার ‘মহিষাসুরমর্দিনী’ ঋতুপর্ণা সেনগুপ্ত

বড়পর্দায় ঋতুপর্ণা সেনগুপ্ত নারীশক্তির প্রতীক। ছোটপর্দা তাঁকে এ ভাবে কোনও দিন পায়নি। সেই ফাঁকও ভরাট করছে ২০২২-এর দুর্গাপুজো। কালার্স বাংলা চ্যানেল থেকে আনন্দবাজার অনলাইনকে জানানো হয়েছে, এ বছর ‘মহিষাসুরমর্দিনী’ ঋতুপর্ণা। গত বছর এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে।

দেবী দুর্গার সাজে ঋতুপর্ণার প্রথম ছবিও প্রকাশ্যে। বিশেষ সাজে সুন্দর মানিয়েছে তাঁকে। মাথায় মুকুট। হাতে ত্রিশূল। কপালে জ্বলজ্বল করছে ত্রিনয়ন। লাল বেনারসিতে, অলঙ্কারে সেজে উঠেছেন তিনি। মুখে বরাভয় হাসি। এ বছর দশমহাবিদ্যাকে তুলে ধরবে চ্যানেল। অনুষ্ঠানের নাম তাই ‘দেবী দশমহাবিদ্যা’।

এ মুহূর্তে এর বেশি জানাতে রাজি নয় চ্যানেল। ঋতুপর্ণা ছাড়া বাকি নয় দেবী কারা হবেন? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার অনলাইন। জবাব এসেছে, চ্যানেলের ধারাবাহিকের অভিনেতা-সহ সব মাধ্যমের জনপ্রিয় তারকাদেরই দেখা যাবে এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানে। মহালয়ার দিন ভোরে ছোটপর্দায় ধরা দেবেন ‘দেবী দশমহাবিদ্যা’। পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর ঋতুপর্ণার জৌলুস— মিলেমিশে এ বারের কালার্স বাংলার মহালয়া তাই যেন আরও বিশেষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন