একসময়ের কোলাহলপূর্ণ এফডিসি এখন...

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৩:২৪

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় ঢাকাই সিনেমার ‘আঁতুর ঘর’। এখানেই নির্মিত হয় সিনেমা। বসে অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের আড্ডা। কিন্তু সিনেমা নির্মাণ কমে যাওয়ায় এখন আর লাইট, ক্যামেরার ঝলকানি, পরিচালকের অ্যাকশন, কাট শব্দগুলো তেমন আর শোনা যায় না। আগের মতো তারায় তারায় মুখরিত হয় না এফডিসি।


একসময়ের কোলাহলপূর্ণ এফডিসি বর্তমানে অনেকটাই নীরব, নিস্তব্ধ। মঙ্গলবার সন্ধ্যার দিকে এফডিসিতে গেলে ঢুকতে হলো কারওয়ান বাজার রেলগেটের পাশে বানানো নতুন গেট দিয়ে। কয়েক কদম এগিয়ে যেতে দেখা মিলল দুজন নিরাপত্তাকর্মীর।


আর একটু এগিয়ে বাঁ হাতে ঢুকে দেখা গেল গুমোট অন্ধকার। ভিআইপি প্রজেকশন হলের বিল্ডিংয়ের সামনে দাঁড়াতেই পাশ থেকে কানে এলো কাঠ ঠোকরানোর আওয়াজ। শব্দ অনুমান করে আগাতেই দেখা গেল ৭ নম্বর ফ্লোরে চারজন ব্যক্তি সেট নির্মাণে ব্যস্ত। কিসের সেট জিজ্ঞেস করলে তারা জানালেন, একটি বিজ্ঞাপনের শুটিং হবে শুক্রবার। বিশাল সেট নির্মাণ করতে হবে। এ জন্য তারা কাজে খুব মনোযোগী। সেখান থেকে বের হয়ে জসিম ফ্লোরের পাশ দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে যেতেই ঘন অন্ধকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us