আন্তর্জাতিক মনিটারি ফান্ড (আইএমএফ) বাংলাদেশকে ঋণ দেবার কথা জানিয়েছে। এটি একটি আনন্দের সংবাদ নিঃসন্দেহে। কারণ আমাদের বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকলেও সংকট নেই। তারপরও আগাম নিরাপত্তার লক্ষ্যে, নাকি ঘাটতি বাজেটের ক্ষুধা মেটাতে আইএমএফ-এর এই ঋণ নেয়া হচ্ছে- সেটা পরিষ্কার না হলেও ওই ঋণ যে অর্থনীতিতে শক্তি জোগান দেবে, তা না বললেও চলে।
আইএমএফ শর্ত দিয়েছে ভর্তুকি সমন্বয় করতে হবে। অর্থাৎ যে সব আমদানিকৃত পণ্যে ভর্তুকি দিয়ে জনগণের কাছে বিক্রি করা হয়, সেই ভর্তুকি তুলে নিতে হবে। দাম বাড়ানোর আলামত গতরাতে টিভিতে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন।