গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩২

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৭:৫৮

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশু এবং বেশ কয়েকজন প্যালেস্টাইন ইসলামি জিহাদের সদস্য রয়েছেন। প্যালেস্টাইন ইসলামি জিহাদের নেতা খালেদ মনসুর ও তাইসির জাবারি হামলায় নিহত হয়েছেন। 



আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 



আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২৬৫ জন। পশ্চিম জেরুজালেমেও রকেট হামলার সতর্কতার সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 



গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৪ 
ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। 


এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দিনভর হামলার ঘটনা ঘটেছে। জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ করে এই হামলা চালানো শুরু করে ইসরায়েল। 


ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, গত শুক্রবার থেকে ফিলিস্তিন প্রায় ৬০০ রকেট ও মর্টার নিক্ষেপ করে। আর হুমকি মোকাবিলায় পাল্টা এই হামলা চালিয়েছে ইসরায়েল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us