কোনো অ্যাকাউন্ট যে আসল সেটি কীভাবে টুইটার নির্ধারণ করে সে প্রক্রিয়া প্রকাশ করার দাবি তুলেছেন ইলন মাস্ক। ক্রয় চুক্তি এগিয়ে নেওয়ার শর্ত হিসেবে নতুন ভাষায় এই শর্ত দিলেন প্ল্যাটফর্মটির ভবিষ্যত সম্ভাব্য মালিক।
ইলন মাস্ক বলেন, টুইটার যদি নমুনা হিসেবে একশ’ অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়া এবং অ্যাকাউন্টগুলো যে আসল সেটি কীভাবে নিশ্চিত হয় সেটি প্রকাশ করতে পারে, তবেই কেবল তার চার হাজার চারশ’ কোটি ডলারের ক্রয় চুক্তিটি সামনে এগোবে।
"তবে, যদি দেখা যায় যে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া তাদের নথিতে মিথ্যা তথ্য রয়েছে, তবে চুক্তি আর সামনে এগোবে না” – শনিবার সকালে এক টুইটে মাস্ক বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
টুইটারের "প্রশ্নবিদ্ধ দাবিগুলো" সম্পর্কে মার্কিন এসইসি কোনো তদন্ত করছে কি না, এক টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে মাস্ক পাল্টা টুইটে বলেন, "তাই তো!, কেন নয়?