তিন হাজার ডলার দিয়ে এক বোতল ওয়াইন কিনেছেন মিয়া খলিফা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৮:৪৯

খুব বেশি মদ্যপান না করলেও দিন কয়েক আগে তিন হাজার মার্কিন ডলার খরচ করে এক বোতল ওয়াইন কিনেছেন মিয়া খলিফা; বাংলাদেশ মুদ্রায় হিসাব করলে যা প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি।


এক বোতল ওয়াইন কিনতে এত খরচ হওয়ার কারণ হলো ওয়াইনটি হলো ১৯৬৯ সালের লেবানিজ ওয়াইন। এটা কেনার ক্ষেত্রে আলাদা কিছু অনুভূতি কাজ করেছে। কারণ মিয়া খলিফার জন্মস্থান লেবানন। সেখানে তিনি যেতে পারেন না। কিন্তু, জন্মস্থানের ওয়াইন কেনার ক্ষেত্রে তো কেউ বাধা দিতে পারে না। সে কারণেই ওই ওয়াইন কিনে ফেলেন তিনি। 


কেনার পর বোতলটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, আমার বন্ধুরা আমাকে পাগল ভাবছিল। আমি সুরাসক্ত নই। তবু তিন হাজার মার্কিন ডলার (দু' লাখ ৩৭ হাজার ৬৪৫ টাকা) খরচ করে ওয়াইন কিনেছি। এই ওয়াইন কিনে আমি লেবাননের ইতিহাসকে স্পর্শ করলাম।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us