ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বাড়তে থাকা জনপ্রিয়তা ও টেস্ট ক্রিকেটের আভিজাত্যের কারণে ইদানীং প্রশ্ন উঠছে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। অনেকের মতে, অদূর ভবিষ্যতে মানুষের আগ্রহের জায়গা থেকে হারিয়ে যাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট।
বিশেষ করে সম্প্রতি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আরও জোরালো হয়েছে এ আলোচনা। অস্ট্রেলিয়ান ব্যাট উসমান খাজা, সাবেক পাকিস্তানি তারকা ওয়াসিম আকরামরা ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেটের মৃত্যুই দেখছেন।