টানা ১৪ বছর কাজ করার পর চিফ অপারেটিং অফিসারের (সিওও) পদ ছেড়েছেন মেটার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি শেরিল স্যান্ডবার্গ। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এ তথ্য জানিয়েছে মেটা। পূর্বঘোষণা অনুযায়ী, ১ আগস্ট তিনি পদত্যাগ করেন। তাঁর পদে নিয়োগ দেওয়া হয়েছে জ্যাভিয়ার অলিভানকে।
স্যান্ডবার্গ পদত্যাগ করলেও মেটার একজন কর্মী হিসেবে থাকবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর মেটার পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব নেবেন। বেতন পাবেন নন-এমপ্লয়ি ডিরেক্টর হিসেবে।