চীন ও তাইওয়ান: ক্ষমতার ভারসাম্য আর দুপক্ষের অবস্থান নিয়ে যত তথ্য

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৭:২৭


যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে যাওয়ার নিন্দা করে চীন একে "চরম বিপজ্জনক" বলে আখ্যা দিয়েছে।




পঁচিশ বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানীয় কোন আমেরিকান রাজনীতিক দ্বীপটিতে গেলেন।




চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা প্রদেশ হিসাবে দেখে এবং তারা চায় দ্বীপটি আবার বেইজিংএর নিয়ন্ত্রণে আসবে।




তবে তাইওয়ান মনে করে তারা একটি স্বাধীন রাষ্ট্র। তাদের নিজস্ব সংবিধান রয়েছে এবং রয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃবৃন্দ।





তাইওয়ান কোথায়?




তাইওয়ান একটি দ্বীপ, দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে এর দূরত্ব প্রায় ১০০ মাইল।




তাইওয়ান তথাকথিত "প্রথম সারির দ্বীপপুঞ্জের" মধ্যে একটি । এই সারিতে রয়েছে আমেরিকার বন্ধুপ্রতিম অঞ্চলগুলো। মার্কিন পররাষ্ট্র নীতির জন্য এই দ্বীপগুলো খুবই গুরুত্বপূর্ণ।













সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us