দক্ষিণ কোরিয়ান বিজ্ঞানীরা বিশেষ ধরনের ইলেক্ট্রনিক তথা ই-ট্যাটু উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন; যা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য দেবে। বিশেষায়িত এ ট্যাটু ব্যবহারকারীর শারীরিক কোনো সমস্যা তৈরি হলে সেটি চিহ্নিত করে সতর্কতা দেবে। কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক কার্বন ন্যানোটিউবস ও তরল ধাতবের মাধ্যমে ই-ট্যাটুর কালি তৈরি করেছেন; যা জৈব ইলেকট্রোড হিসিবে কাজ করবে।
এটি ইসিজি ডিভাইস কিংবা অন্যান্য বায়ো সেন্সরের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর হূৎস্পন্দনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণ পর্যবেক্ষণ করতে পারবে এবং ফলাফল মনিটরে পাঠাতে পারবে।