শেখ কামালের জন্মদিনে আবাহনীর যত আয়োজন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ২০:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আগামী ৫ আগস্ট। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। দিনটি সামনে রেখে তারই হাতে গড়া ক্লাব আবাহনী লিমিটেড নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে।


এবারও ক্লাব প্রাঙ্গণে ৫ আগস্ট (শুক্রবার) সকাল থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে সব অনুষ্ঠান স্বাস্থবিধি মেনে করা হচ্ছে। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস রিলিজে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়েছে।



এর মধ্যে রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক,খেলোয়াড় ও কর্মকর্তাদের মাল্যদান এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হবে। দিনব্যাপী কোরআন তেলাওয়াত ছাড়াও বাদ আসর ক্লাব ভবনে রয়েছে দোয়া মাহফিল। এছাড়া বিকাল ৪টায় শহীদের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর হবে আলোচনা ও স্মৃতিচারণ।



এই অনুষ্ঠানে সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us