জিম্বাবুয়ের কাছে শেষ ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ খোয়াল বাংলাদেশ। তরুণদের দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ এসেও বাঁচাতে পারেননি ১০ রানের হার। ৬৭ রানে ৬ উইকেট হারানোর পর রায়ান বার্লের বিধ্বংসী ব্যাটিংয়ে জিম্বাবুয়ে পায় লড়াই করার মতো স্কোর। নাসুম আহমেদের ওই একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
জিম্বাবুয়ের ইনিংসের ১৫ তম ওভারের ঘটনা। ততক্ষণে ৬৭ রানে ৬ উইকেট পড়ে গেছে স্বাগতিকদের। এমন সময় নাসুম আহমেদের ওপর চড়াও হন রায়ান বার্ল। প্রথম চার বলে চারটি ছক্কা, পঞ্চম বলে বাউন্ডারির পর শেষ বলটি আবারও উড়িয়ে সীমানাছাড়া করেন। ৫ ছক্কা এক চারে ওই ওভারে আসে ৩৪ রান। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৮ বলে ২ চার ৬ ছক্কায় ৫৪ রান করেন বার্ল। পরাজয়ের পেছনে নাসুমের ওই ওভারটিকেই দায়ী করলেন মোসাদ্দেক। ম্যাচ শেষে তিনি বলেন, 'প্রথম ১৪ ওভার আমরা ম্যাচে ছিলাম। কিন্তু একটি ওভারই খেলাটা বদলে দিল। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচে শুরুতে উইকেট হারালে রান তাড়া করা সবসময়ই কঠিন হয়ে দাঁড়ায়। সবাই জানে ওয়ানডেতে আমরা কতটা ভালো। আশা করি আমরা ফিরে আসব।