ইরানের চলচ্চিত্র পরিচালকরা কারাগারে কেন

দেশ রূপান্তর প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৬:১১

ইরানের আবাদান শহরে নির্মাণাধীন বহুতল ভবন ধসে ৪১ জনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে দেশটির মানুষ। অর্ধশতাধিক ইরানি পরিচালক-চলচ্চিত্রকর্মী ওই ঘটনার প্রতিবাদ জানান। এর জেরে গত মাসে গ্রেপ্তার হন জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফের মতো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালকরা। লিখেছেন তৃষা বড়ুয়া


গ্রেপ্তার ৩ পরিচালক


ইরানের তিন আলোচিত চলচ্চিত্র পরিচালককে গত মাসে গ্রেপ্তার করে দেশটির সরকার। এই পরিচালকরা হলেন জাফর পানাহি, মোহাম্মদ রাসুলফ এবং মোস্তফা আল আহমেদ। ভিন্ন মতাবলম্বী দমনের অংশ হিসেবে ইরান সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপে সমালোচনার ঝড় ওঠে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে। গ্রেপ্তার হওয়া পরিচালকদের মুক্তির দাবিও তোলা হয়। গত মাসের ৮ তারিখে গ্রেপ্তার হন মোহাম্মদ রাসুলফ ও মোস্তফা আল আহমেদ। এক সপ্তাহ না পেরোতেই কারাগারে ঢোকানো হয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত পরিচালক জাফর পানাহিকে। ইরানি পরিচালকদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে কান চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিন চলচ্চিত্র পরিচালক গ্রেপ্তারের পাশাপাশি শিল্পীদের ওপর ইরান সরকারের দমনমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। অবিলম্বে মোহাম্মদ রাসুলফ, মোস্তফা আল আহমেদ ও জাফর পানাহিকে মুক্তি দেওয়া হোক। এর আগে ৮ মে রাসুলফ ও মোস্তফার গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের নির্বাহী পরিচালক মারিয়েট রিসেনবেক ও আর্টিস্টিক পরিচালক কার্লো শাত্রিয়ান এক বিবৃতিতে বলেন, ‘মোহাম্মদ রাসুলফ ও মোস্তফা আল আহমেদের গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শিল্পীরা সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় গ্রেপ্তার হচ্ছেন, এটি ভয়ংকর বিষয়। আমরা ইরান কর্র্তৃপক্ষের কাছে গ্রেপ্তারকৃত দুই শিল্পীর মুক্তির দাবি জানাচ্ছি।’    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us