চারদিকে দেশীয় কনটেন্টের জয়জয়কার। বড় পর্দায় দেশের সিনেমা দেখতে টিকিট পাচ্ছেন না দর্শক। মুক্তির পর থেকে হাউসফুল চলছে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম গড়ছে নতুন রেকর্ড। এই রেকর্ড অর্জন করেছে দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ঈদে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজ দিয়ে এসেছে এই রেকর্ড। মুক্তির পর থেকে দর্শক গত এক মাসে ২ কোটি ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৭৯ মিনিট সময় দিয়েছেন চরকিকে।
চরকি সূত্রে জানা যায়, ভিডিও প্ল্যাটফর্মটি আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে। গত জুলাই মাসে চরকি স্ট্রিমিং সময় চরকির জন্য নতুন মাইলফলক। গত মাসে চরকি দ্বিতীয় বছরে পা রেখেছে। চরকির প্রতিষ্ঠাবার্ষিকীর মাসে এমন প্রাপ্তি আনন্দ ও অনুপ্রেরণা বলে মনে করেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত থেকে জুলাই মাসে চরকিকে রেকর্ড পরিমাণ সময় দিয়ে “সিন্ডিকেট” স্ট্রিম করার জন্য। আমরা আশা করব সামনের পথচলাতেও একইভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।’