You have reached your daily news limit

Please log in to continue


লাভরভের সঙ্গে ‘খোলামেলা’ আলাপ হয়েছে, দাবি ব্লিঙ্কেনের

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম নিজেদের মধ্যে আলাপ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল শুক্রবার দুই নেতার এই ফোনালাপকে ‘খোলামেলা’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এমন সময় ব্লিঙ্কেন এ মন্তব্য করলেন, যখন রাশিয়ায় দুই আমেরিকান বন্দীকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। খবর এএফপি

ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। অথচ কয়েক সপ্তাহ আগেও লাভরভকে এড়িয়ে চলেছেন তিনি। দুই মার্কিন বন্দীকে মুক্ত করতে রাশিয়াকে বন্দী বিনিময়ে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্লিঙ্কেন।

সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের মধ্যে খোলামেলা ও সরাসরি আলোচনা হয়েছে। পল হুইলান ও ব্রিটনি গ্রিনারকে মুক্তি দিতে আমরা যে প্রস্তাব দিয়েছি, তা গ্রহণ করতে ক্রেমলিনকে আমি জোর দিয়ে বলেছি।’

‘ক্যানাবিস অয়েল’ পরিবহনের দায়ে বাস্কেটবল তারকা গ্রিনার আর গোয়েন্দাগিরির দায়ে সাবেক মেরিন সেনা হুইলান রাশিয়ায় কারাভোগ করছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন হুইলান। এই দুই বন্দীকে দেশে ফেরাতে জনগণের ক্রমবর্ধমান চাপ মোকাবিলা করে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

লাভরভের প্রতিক্রিয়া কেমন ছিল, তা জানাতে অস্বীকার করেন ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘বিষয়টি কতটুকু এগিয়েছে বলে আমি ভাবছি, সেই মূল্যায়ন আমি আপনাদের দিতে পারি না। বরং এটাই গুরুত্বপূর্ণ যে এ বিষয়ে তিনি সরাসরি আমার কাছ থেকে শুনেছেন।’

ফোনালাপের বিষয়ে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ জোরালোভাবে প্রয়োজন। সম্ভাব্য রুশ ও মার্কিন বন্দী বিনিময়ের বিষয়ে রুশ পক্ষ জোর দিয়েছিল যে আমরা বিচক্ষণ কূটনীতির কাঠামোতে সংবাদমাধ্যমের জল্পনামুক্ত পেশাদার সংলাপের ধারায় ফিরে আসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন